১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:০৫
মুন্সিগঞ্জ পৌরসভা: স্বামীর উত্তরসূরী হলেন স্ত্রী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে স্বামী ফয়সাল বিপ্লবের (বর্তমানে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য) ছেড়ে আসা মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।

একইসাথে মুন্সিগঞ্জ পৌরসভায় প্রথম নারী মেয়রও তিনি।

জগ প্রতীক নিয়ে চৌধুরী ফাহরিয়া আফরিন পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ও তার প্রতিদ্বন্দ্বী এস এম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন ৬১০ ভোট।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে নির্বাচিত মেয়রের ভোটের ব্যবধান ২১ হাজার ৩৮৪।

আজ শনিবার মুন্সিগঞ্জ পৌরসভার ২৫ টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ৩৯ শতাংশ। ৬১ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে যাননি। ভোটার ছিলো ৫৭ হাজার ৯৬২ জন।

সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তৎকালীন মেয়র ফয়সাল বিপ্লব। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসনে বিজয়ী হন। সেসময় পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর সোহেল রানা রানুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে মেয়র পদে উপ নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী শনিবার (৯ মার্চ) মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

error: দুঃখিত!