মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
এখন পর্যন্ত এ নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সিগঞ্জ পৌরসভায় ১ টি মেয়র পদ, ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য সর্বমোট ৬৮ জন লড়ছেন।
গত কয়েকদিনে ২-৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেও মেয়র পদে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি।
তবে আজ শেষ দিনে আরও কয়েকজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু মেয়র পদে কেউ প্রার্থীতা প্রত্যাহার করবেন কি না তা নিয়ে সর্বত্ত আলোচনা চলছে।
মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন যারা
মেয়র পদে বিএনপি থেকে শহিদুল ইসলাম, আওয়ামী লীগ থেকে ফয়সাল বিপ্লব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) আঃ রাজ্জাক দলীয় মনোনয়ন পেয়েছেন। এর বাইরে মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা ও সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামানের ছেলে জালালউদ্দিন রুমি রাজন।
প্রার্থীতা প্রত্যাহার শেষে আগামীকাল ১১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।
তৃতীয় দফায় মুুন্সিগঞ্জ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ব্যালটপেপার পদ্ধতিতে।