মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী মুন্সিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. কাদের মোল্লা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী পৌরসভার বাগমামুদালীপাড়া (গোয়ালপাড়া) সহ বিভিন্ন এলাকায় গিয়ে লিফলেট বিতরণ করে সর্বস্তরের জনগণের কাছে সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন।
মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাদের মোল্লা মুন্সিগঞ্জ পৌরসভাকে নিয়ে তার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।