২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:২৪
মুন্সিগঞ্জ পৌরসভায় ঈদ উপহার পাচ্ছে ৮ হাজার পরিবার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভা ও মেয়র ফয়সাল বিপ্লবের যৌথ উদ্যোগে করোনায় বিপর্যস্ত নিম্ন ও মধ্যবিত্ত ৮ হাজার পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

গতকাল শনিবার (১৭ জুলাই) মুন্সিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে মেয়র ফয়সাল বিপ্লব আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করেন। এসময় মেয়রের সাথে পৌর কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।

‘আবার আসছি, রাতের আধারে’ স্লোগানে মুন্সিগঞ্জ পৌরসভা ও পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের যৌথ অর্থায়নে এই কার্যক্রমে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, গুড়ো দুধ, চিনি, লাচ্ছা সেমাই, পোলার চাল ও গরম মশলা বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার নিম্নবিত্ত পরিবারকে খাদ্যসামগ্রীর সাথে শাড়ি/লুঙ্গি দেয়া হবে।

error: দুঃখিত!