২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৫:২৭
মুন্সিগঞ্জ পৌরসভার বাজেট নিয়ে মেয়রের উন্মুক্ত মতবিনিময়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে প্রাক-বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সিগঞ্জ শহর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

এতে মফস্বল শহর মুন্সিগঞ্জকে নান্দনিকভাবে গড়ে তোলা এবং নাগরিক সেবা বৃদ্ধি নিয়ে মতামত গ্রহন করা হয়।

একই সাথে পৌর কর বৃদ্ধি এবং গভীর নলকূপ স্থাপন করে সাবমার্সেবল পাম্প বসিয়ে পানি উত্তোলনের উপরও করারোপ করার বিষয়টি উত্থাপিত হয়।

এই আলোচনায় আগামী অর্থ বছরে প্রায় ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা নিয়েও আলোচনা হয়।

একই দিনে মহান জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩লাখ ৪০হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অাবুল মাল অাব্দুল মুহিত।

পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কামরুল আলমের সঞ্চলনায় এই বাজেট আলোচনায় আরও অংশ নেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. আখতার হায়দার ও সচিব একেএম বজুলুর রশীদ প্রমুখ। এতে পৌর কশিমনারগণও অংশ নেন।

error: দুঃখিত!