মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে ৯টি ওয়ার্ডের ২৫টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে কাল শনিবার (৯মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপরীতে ৫৭ হাজার ৯৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সহধর্মিণী জগ প্রতীকের চৌধুরী ফাহরিয়া আফরিন ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নারিকেল গাছ প্রতীকের এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
এবারের নির্বাচনে পুরুষ ভোটার হচ্ছে ২৯ হাজার ১৬ জন। আর মহিলা ভোটার হচ্ছে ২৮ হাজার ৯৪৬ জন। মোট ভোট কক্ষ ১৫৭টি। যার মধ্যে অস্থায়ী কেন্দ্র ৩টি। আর অস্থায়ী ভোট কক্ষ হচ্ছে ১৫টি। জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশীর আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
কোন কেন্দ্রে কত ভোট
মুন্সিগঞ্জ পৌরসভা উপনির্বাচনে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবেন। এগুলো হচ্ছে উত্তর কোটগাঁও গ্রামের ৬৬৬ জন ভোটার, দক্ষিণ কোটগাঁও গ্রামের ৩৭৭ জন ভোটার, মধ্য কোটগাঁও গ্রামের (হাসপাতাল পাড়ার) ৮৭১ জন ভোটার। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১৯১৪ জন। এ ভোট কেন্দ্রে শুধুমাত্র পুরুষরাই ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৫টি। এখানে ১নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। এগুলো হচ্ছে উত্তর কোটগাঁও গ্রামের ৭২৯ জন ভোটার, দক্ষিণ কোটগাঁও গ্রামের ৩৭৩ জন ভোটার, মধ্য কোটগাঁও গ্রামের (হাসপাতাল পাড়ার) ৯১৮ জন ভোটার। এখানে মহিলা ভোটার হচ্ছে ২০২০জন। এ ভোট কেন্দ্রে শুধুমাত্র মহিলারাই ভোট দিবে। এখানে কক্ষ হচ্ছে ৭৬টা। এখানে ১নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে একটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে মাঠপাড়া গ্রাম। এ কেন্দ্রে মোট ভোটার হচ্ছে ২৪৫৭। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১১৭৩ জন। আর মহিলা ভোটার হচ্ছে ১২৮৪ জন। এখানে ভোট কক্ষের সংখ্যা ৭টি। এখানে ১নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চারটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। এগুলো হচ্ছে খালইস্ট গ্রামের ১০২৮ জন ভোটার, জগধাত্রী গ্রামের ১৭৫জন ভোটার, জমিদারপাড়া গ্রামের ৭১জন ভোটার ও মালপাড়া গ্রামের ৪০৩ জন ভোটার। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১৬৭৭ জন। এ ভোট কেন্দ্রে শুধুমাত্র পুরুষরাই ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৪টি। এখানে ২নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চারটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। এগুলো হচ্ছে খালইস্ট গ্রামের ১০৩৪ জন ভোটার, জগধাত্রীপাড়া গ্রামের ১৭৭ জন ভোটার, জমিদার পাড়া গ্রামের ৬৪ জন ভোটার ও মালপাড়া গ্রামের ৩৯৬ জন ভোটার। এখানে মহিলা ভোটার হচ্ছে ১৬৭১ জন। এ ভোট কেন্দ্রে শুধুমাত্র মহিলারা ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৪টি। এখানে ২নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
কালেক্টরেট কিশলয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। এগুলো হচ্ছে বাগমাহমুদালী পাড়া গ্রামের ৯৫৫ জন ভোটার ও মানিকপুর গ্রামের ১১২০ জন ভোটার। এখানে পুরুষ ভোটার হচ্ছে ২০৭৫ জন। এ ভোট কেন্দ্রে শুধুমাত্র পুরুষরাই ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৫টি। এখানে ২নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
কালেক্টরেট কিশলয় কেন্দ্র-২ তে দুইটি গ্রামের নারী ভোটাররা ভোট প্রদান করবে। এগুলো হচ্ছে বাগমাহমুদালী পাড়া গ্রামের ৯৯৪ জন ভোটার ও মানিকপুর গ্রামের ১২৩৪ জন ভোটার। এখানে মহিলা ভোটার হচ্ছে ২২২৮ জন। এ ভোট কেন্দ্রে শুধুমাত্র মহিলারাই ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৬টি। এখানে ২নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে ইদ্রাকপুর গ্রামের ২২৫৩ জন ভোটার। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১১৭৪ জন ও মহিলা ভোটার হচ্ছে ১০৭৯। এ ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলারা ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৬টি। এখানে ৩নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
ইদ্রাকপুর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেই ২টি গ্রাম হচ্ছে শ্রীপল্লী গ্রামের ২১৩ জন ভোটার ও হাটলক্ষীগঞ্জ গ্রামের ২২১৪ জন ভোটার। এখানে মোট ভোটার হচ্ছে ২৪২৭ জন। এখানে শুধুমাত্র পুরুষরা ভোটার দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৬টি। এখানে ৩নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
হাটলক্ষীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেই ২টি গ্রাম হচ্ছে শ্রীপল্লী গ্রামের ২৩১ জন ভোটার ও হাটলক্ষীগঞ্জ গ্রামের ২০৯৭ জন ভোটার। এখানে মোট ভোটার হচ্ছে ২৩২৮ জন। এখানে শুধুমাত্র মহিলারা ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৭টি। এখানে ৩নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে পূর্বদেওভোগ গ্রামের ১৭৬১ জন ভোটার ও ভিটিশিলমন্দি গ্রামের ৮৮৩ জন ভোটার। এখানে পুরুষ ভোটার ২৬৪৪ জন। এ ভোট কেন্দ্রে পুরুষরা ভোট দিবে। এখানে ভোট কক্ষ ৭টি। এখানে ৪নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
দেওভোগ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে পূর্ব দেওভোগ গ্রামের ১৮০৫ জন ও ভিটিশিলমন্দি গ্রামের ৮৬১জন। এখানে মহিলা ভোটার হচ্ছে ২৬৬৬জন। এ ভোট কেন্দ্রে মহিলারা ভোট দিবে। এখানে ভোট কক্ষ হচ্ছে ৭টি। এখানে ৪নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে পশ্চিম দেওভোগ গ্রামের ১৩৯৭ জন ভোটার ও বৈখর গ্রামের ১২৭৮ জন ভোটার। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১৩৬৮ জন ও মহিলা ভোটার হচ্ছে ১৩০৭ জন ভোটার। এখানে মোট ভোটার হচ্ছে ২৬৭৫ জন। এ ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলারা ভোট দিবে। এখানে ভোট কক্ষ ৮টি। এখানে ৫নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
১১নং কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে গনকপাড়া গ্রামের ২৭৮৪ জন ভোটার। এ কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটাররা ভোট প্রদান করবে। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১৩৭৮ জন ও মহিলা ভোটার হচ্ছে ১৪০৬ জন ভোটার। এখানে ভোট কক্ষ হচ্ছে ৮টি। এখানে ৫নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে কাটাখালী গ্রামের ২৯৪জন, পারুলপাড়া (মধুপুরসহ) গ্রামের ৬৩৫ ও রুহিতপুর গ্রামের ৭৫৬ জন ভোটার দিবে। এ কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটাররা ভোট প্রদান করবে। এখানে পুরুষ ভোটার হচ্ছে ৮৫৪ জন ও মহিলা ভোটার হচ্ছে ৮৩১ জন ভোটার। এখানে মোট ভোটার হচ্ছে ১৬৮৫ জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৫টি। এখানে ৬নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ এখানে দুইটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে ঋষিপাড়া গ্রামের ১০১জন ও রনছ গ্রামের ১৫৫৪ জন ভোটার দিবে। এ কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা ভোট দিবে। এখানে মোট ভোটার হচ্ছে ১৬৫৫জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৪টি। এখানে ৬নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
হাজি সুবেদ আলী সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে রিশিপাড়া গ্রামের ৯১জন ও রনছ গ্রামের ১৫৮১ জন ভোটার দিবে। এ কেন্দ্রে শুধুমাত্র মহিলারা ভোট দিবে। এখানে মোট ভোটার হচ্ছে ১৬৭২জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৫টি। এখানে ৬নং ওয়ার্ডের ভোটাররা ভেটি প্রদান করবে।
চরকিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি গ্রামের ভোটাররা ভেটি প্রদান করবে। সেটি হচ্ছে চরকিশোরগঞ্জ গ্রামে মোট ভোটার হচ্ছে ২১২৫জন। এ কেন্দ্রে পুরুষ ও মহিলারা ভোট দিবে। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১০৭৪ ও মহিলা ভোটার হচ্ছে ১০৫১ জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৬টি। এখানে ৭নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
পিটিআই কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে উত্তর ইসলামপুর গ্রামের ২১৬০ জন ও নয়াপাড়া গ্রামের ৩৪৫ জন ভোটার দিবে। এ কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা ভোট দিবে। এখানে মোট ভোটার হচ্ছে ২৫০৫ জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৬টি। এখানে ৭নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
পিটিআই কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে উত্তর ইসলামপুর গ্রামের ২২৬৮ জন ও নয়াপাড়া গ্রামের ৩৪২ জন ভোটার দিবে। এ কেন্দ্রে শুধুমাত্র মহিলারা ভোট দিবে। এখানে মোট ভোটার হচ্ছে ২৬১০ জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৭টি। এখানে ৭নং ওয়ার্ডের ভোটাররা ভোট
প্রদান করবে।
যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে দক্ষিণ ইসলামপুর গ্রামের ১১০০জন ও যোগিনীঘাট গ্রামের ১৩৫২ জন ভোটার দিবে। এ কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা ভোট দিবে। এখানে মোট ভোটার হচ্ছে ২৪৫২জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৬টি। এখানে ৮নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে দক্ষিণ ইসলামপুর গ্রামের ১১৬১ জন ও যোগিনীঘাট গ্রামের ১৩২৩ জন ভোটার দিবে। এ কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা ভোট দিবে। এখানে মোট ভোটার হচ্ছে ২৪৮১জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৭টি। এখানে ৮নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
৫নং চরশিলমন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে সেটি হচ্ছে পূর্বশিলমন্দি (দরিরচর) গ্রামের ২৫৩৭ জন ভোটার দিবে। এ কেন্দ্রে পুরুষ ও মহিলারা ভোট দিবে। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১২৮৫ জন। মহিলা ভোটার হচ্ছে ১২৫২ জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৭টি। এখানে ৮নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
পাঁচ ঘড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে। সেটি হচ্ছে চরশিলমন্দি গ্রামের ১৮৮০ জন, চরহায়দ্রাবাদ গ্রামের ৬৯৭ জন, পাঁচঘড়িয়াকান্দি গ্রামের ৭২২জন ও মুন্সীরহাট গ্রামের ৩১৬ জন ভোটার দিবে। এ কেন্দ্রে পুরুষ ও মহিলারা ভোট দিবে। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১৯১৯ জন। মহিলা ভোটার হচ্ছে ১৬৯৬ জন। এখানে মোট ভোটার হচ্ছে ৩৬১৫ জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৯টি। এখানে ৯নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।
রমজানবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি গ্রামের ভোটাররা ভোট প্রদান করবে সেটি হচ্ছে রমজানবেগ গুচ্ছগ্রামসহ ২৮০৬জন ভোটার এখানে ভোট দিবে। এ কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটাররা ভোট দিবে। এখানে পুরুষ ভোটার হচ্ছে ১৪৪২ জন। মহিলা ভোটার হচ্ছে ১৩৬৪ জন। এখানে ভোট কক্ষ হচ্ছে ৮টি। এখানে ৯নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রদান করবে।