৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সদস্য নির্বাচিত হলেন আপন দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মনোনীত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস।

শনিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের শ্রী শ্রী জয়মাতা কালীমন্দিরে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় আপন দাসকে এই পদে মনোনীত করা হয়।

সদস্য পদে মনোনীত করার সময় আপন দাসের হাতে চিঠি তুলে দেন পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জের নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সমর ঘোষ। এছাড়া আরও বক্তব্য রাখেন, শ্রী পবিত্র শঙ্কর চ্যাটার্জী কাজল, শ্রী নবীন রায়, শ্রী জহর লাল মজুমদার, অভিজিৎ দাস ববি, ননী গোপাল দাস, বাসু দেব নাগ প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সমর ঘোষ এক প্রতিক্রিয়ায় বলেন, আপন দাস দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করছেন। তিনি একজন পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তি ও রাজনৈতিক পরিবারের সন্তান। তাই ভবিষৎ সংগঠনের স্বার্থে সকলের সম্মতিতে তাকে আমাদের কমিটিতে রেখেছি।

error: দুঃখিত!