মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালাল আটক করেছে র্যাব।
গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) পাসপোর্ট অফিসের অদূরে সরকারি হরগঙ্গা কলেজ রোড এলাকায় ৪ জন পাসপোর্টের দালালকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো, ফাস্টটেক কম্পিউটারের সিপাহীপাড়া এলাকার শহিদ শেখের ছেলে মোঃ আশিক, সাইবার নেট কম্পিউটারের মাঠপাড়া এলাকার তোতা মাদবরের ছেলে মুস্তাকিন, টরকী এলাকার মহসিনের ছেলে জসিম উদ্দিন ও সদর উপজেলার বৈখর এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হোসেন।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ট্রেজারী শাখা) নিগার সুলতানার উপস্থিতিতে আটককৃত চারজন পাসপোর্ট দালালকে ৪ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, সারাদেশে দালালদের বিরুদ্ধে র্যাবের অভিযান পরিচালিত হয়। এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জেও অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মুন্সিগঞ্জে ৪ জন দালালকে আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে মুচলেকা ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।