৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ পলিটেকনিকে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে ৬ শিক্ষার্থী আহত!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে সিনিয়র-জুনিয়র দ্বন্দের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। তবে, মারধরের শিকার শিক্ষার্থীরা এ বিষয়ে ভয়ে মুখ খুলতে চাইছেন না।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিরকাদিমে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এসময় গণমাধ্যমকর্মীদের দেখে তারা মুখ খুলতে রাজি হননি।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কথা কাটাকাটির জেরে বড় ভাইদের সাথে গ্যাঞ্জাম হয়েছে শুনে আমরা কয়েকজন সেখানে গিয়েছিলাম।একপর্যায়ে আমাদের পশুর মত পেটানো হয়েছে। এখন কারও নাম বললে বড় ভাইরা ক্যাম্পাসে ঢুকতে দিবে না। আপনারা পারলে গিয়ে তদন্ত করেন। ক্যাম্পাসে আমাদের কোন নিরাপত্তা নেই।

আহতরা হলেন- সিভিল ও ইলেক্ট্রনিক বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী গোবিন্দ সরকার (২০), রেদোয়ান (১৯), মারুফ (১৯), মেরাজ (১৭), রাসেল (২২) ও জিহাদ (১৮)।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত স্টাফরা জানান, আহত সকলের শরীরে লাঠি-রডের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকজনের শরীরে জখমও ছিলো।

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর শুনেছি। দুই পক্ষই কলেজের শিক্ষার্থী। কি নিয়ে দ্বন্দ তা এখনো জানতে পারিনি।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, দুই মাস আগে কলেজে দুই পক্ষের মধ্যে দ্বন্দের সূত্রপাত। সিনিয়র-জুনিয়র দ্বন্দের বিষয়টিও শুনেছি। তবে কলেজের অধ্যক্ষ এ বিষয়ে মুখ খুলছেন না। তার কাছ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!