হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত স্বল্পমূল্যের ৫০ বস্তা সরকারী চাল ও চালককে আটক করেছে সার্জেন্ট পুলিশ।
শনিবার সকালে সাড়ে ১০ টার দিকে মুক্তারপুর ব্রীজের নীচে সার্জেন্ট মনজুর আলমকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক শাহীন কো আটক করা হয় ।
সার্জেন্ট মনজুর আলম জানান, সকালে নারায়নগঞ্জ জেলার এনায়তনগর ইউনিয়নের ৫০ বস্তা সরকারি চাল নিয়ে মুন্সিগঞ্জের বিনোদপুর শরিফ এন্টারপ্রাইজে নেবার পথে মুক্তারপুর ব্রীজে আটক করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান , নারায়নগঞ্জ জেলার এনায়েতনগর ইউনিয়নের বরাদ্দকৃত সরকারী চাল আটক করা হয়।
আটককৃত শাহীনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । চালগুলো কার নিকট থেকে নেয়া হয়েছে সে ব্যাপারে অনুসন্ধান চলছে।