৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সারা দেশে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার (২৪ অক্টোবর) সকালে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এদিকে সকাল থেকেই মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জ থেকে সবচেয়ে বেশি লঞ্চ চলাচল করে নারায়ণগঞ্জ রুটে। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ রুটের দূরত্ব ১২ কিলোমিটার।

মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬-৭টা পর্যন্ত ২০ মিনিট পর পর লঞ্চ ছেড়ে যায়।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জারিকৃত ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল থাকায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে বিভিন্ন নৌপথের লঞ্চসমূহ সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাঝিকান্দি রুটেও সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা মামুনুর রশীদ।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রবলতায় ক্রমেই বাড়ছে শঙ্কা। সিত্রাংয়ের প্রভাবে দেশের বেশিরভাগ জেলায় ইতোমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। দেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকালে আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

error: দুঃখিত!