১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:১৩
মুন্সিগঞ্জ থেকে নিখোঁজ সুমাকে পাওয়া গেল সদরঘাটে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সুমাকে পাওয়া গেছে। এর আগে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ সদর থানায় নিখোঁজ যুবতীর ভাই শাহাবুদ্দিন নিখোঁজ ডায়েরি করেন।

গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় তাকে পাওয়া যায়।

নিখোঁজ যুবতীর ভাই শাহাবুদ্দিন তার বোন সুমা আক্তার (২৭) এর বরাতে জানান, সুমা কোন কিছু না বুঝেই মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী দিঘীরপাড় ট্রান্সপোর্টের বাসে উঠে ঢাকার গুলিস্থানে পৌছায়। সেখান থেকে যেকোনভাবে সে সদরঘাটে যায়। এরপর লঞ্চে উঠে দূরবর্তী কোন এলাকায় যায়। সেখান থেকে আবার লঞ্চে করে ঢাকায় ফিরে আসে। পথে সে বিভিন্নজনের কাছ থেকে টাকা চেয়ে নেয়।

তিনি আরও জানান, নিখোঁজ সুমার প্রতিবেশী এনামুল মুন্সিগঞ্জ থেকে ব্যক্তিগত কাজে ঢাকা যাওয়ার পথে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে সুমাকে অন্য একটি লঞ্চ থেকে নেমে দৌড়াতে দেখেন। পরে তিনি সুমাকে ডাকলে সে সায় দেয়। এরপর লোকজন সুমাকে ঘিরে ধরে। পরে তারা সুমার সন্ধানের বিষয়টি বাসায় জানান। পরবর্তীতে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়।

সুমার শারিরীক অবস্থা স্বাভাবিক রয়েছে। বর্তমানে সে নিজ বাসায় রয়েছেন।

 

 

 

error: দুঃখিত!