২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:০৬
মুন্সিগঞ্জ থেকে ঢাকা- দূর্ভোগ শুধু সড়কেই নয়, নদীতেও
খবরটি শেয়ার করুন:

স্বাধীনতার পর থেকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা রুটে মানুষ চলাচলের চাপ বেড়েছে, মানুষ চলাচলের যান বেড়েছে কিন্তু উন্নত হয়নি সড়ক ব্যাবস্থার৷ এ নিয়ে ব্যাপক হতাশা আছে এ রুটে যাতায়াত কারীদের মধ্যে।

একদিকে যেমন তাদের সময় নষ্ট হচ্ছে অন্যদিকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে তাদের৷

এই দুর্ভোগ শুধু সড়কেই নয়, নদি পথেও শান্তিতে নেই মুন্সিগঞ্জের মানুষ। অনেকটা নিরবেই দিনের পর দিন দুর্ভোগ সয়ে যাচ্ছেন তারা। প্রশাসন বা সংশ্লিষ্টরাও নিয়মমাফিক আলোচনার বাইরে কোন সমাধান করতে পারছেননা।

মুন্সিগঞ্জ থেকে ঢাকায় প্রায় প্রতিদিন যাতায়াত করেন এমন একজন নারী যাত্রী ‘আমার বিক্রমপুর’ কে বলেন, সড়ক পথে চলাচলের অসহনীয় দুর্ভোগের কথা সবাই জানে কিন্তু বিষয়টি নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই৷ যদি নদী পথটাকেও ব্যাবহার করা যেত তাহলে দুর্ভোগ না কমলেও অাফসোস কমতো। মুন্সিগঞ্জ থেকে ঢাকার নদীপথ কিন্তু সম্ভাবনাময়ী। এখানে এখন ফিটনেসবিহীন বা পুরোনো যেসব লঞ্চ চলাচল করে এগুলো বদলে আরও বেশি আসন বিশিষ্ট লঞ্চ চালু করতে পারলে মানুষের দুর্ভোগ কমবে।

জামাল হোসেন নামের একজন ব্যাংক কর্মকর্তা যিনি এই রুটে প্রতিদিন যাতায়াত করেন তিনি বলেন, মুন্সিগঞ্জ থেকে ঢাকা সড়কপথে যাতায়াতে যে অসহনীয় দুর্ভোগে পড়তে হয় তা অনেকটা লাঘব হতো যদি নদীপথ সহজভাবে ব্যাবহার করা যেত৷ মুন্সিগঞ্জে এত বড় একটি লঞ্চঘাট থাকা সত্ত্বেও এখানে অন্যান্য জেলা থেকে আসা বেশি আসনের লঞ্চ গুলো ঘাট দেয় না। সেখানেও উঠতে হয় ট্রলার দিয়ে। যেটা নারী ও শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

error: দুঃখিত!