মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে ডাকাতি করে পালানোর সময় ১৩ অভিযুক্তকে আটক করেছে নৌপুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর থানার এখলাছপুর এলাকার মেঘনা নদী থেকে ডাকাতির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। এসময় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পুলিশের গুলিতে একজন আহতও হয়।
নৌ পুলিশের মোহনপুর নৌ ফাঁড়ির পরিদর্শক মনির হোসেন জানান, এই ১৩ ডাকাত শনিবার বিকেলে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার একটি খালে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। এসময় ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে নৌ পুলিশের কয়েকটি দল বিভক্ত হয়ে মেঘনা নদীতে অভিযান শুরু করে। একপর্যায়ে ডাকাত দল স্পিডবোট নিয়ে এখলাছপুর এলাকায় এসে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। পরে সাঁড়াশি অভিযানের ফলে তখনই নৌ পুলিশের জালে ধরা পড়ে ডাকাত দল।
পুলিশের গুলিতে এক ডাকাত আহত হয়। তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাত দলের নাম পরিচয় জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।