মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে মুজিববর্ষ উদযাপন, সরকারের বিভিন্ন সাফল্য-অর্জন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয়, বাল্যবিবাহ, গুজব ইত্যাদি বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সদর উপজেলার দেওয়ান বাড়ীর এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হোন তথ্য মন্ত্রনালয়ধীন গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুন্সী জালালউদ্দিন।
জেলা তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সচেতন নাগরিক কমিটি সহ সভাপতি আ: সাত্তার মুন্সী।
এছাড়া বৈঠকে তথ্য অফিস পক্ষ থেকে উপস্থিত সকলকে মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।