২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:৪০
মুন্সিগঞ্জ যুবলীগ সা. সম্পাদকের পদত্যাগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি ২০২৩,  (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান পদত্যাগ করেছেন। যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার রাতে তিনি ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৪ থেকে ২০২৩ সাল দীর্ঘ ১৯ বছর আমি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। বর্তমানে আমি খুবই অসুস্থ। ইতিমধ্যে ৩ বার হৃদরোগে আক্রান্ত হয়েছি। ২০১৭ সালের হার্টের বাইপাস অপারেশন করিয়েছে। এখন হার্টে আটটি রিং পড়ার কারণে চলাফেরা করতে খুবই সমস্যা হয় তাই কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগের আবেদন করেছি।

তিনি বলেন, বর্তমানে আমার পক্ষে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেয়াও সম্ভব নয়। তবে আমি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি যতদিন বেঁচে আছি দলের সাথে থাকবো। এছাড়া আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য। ভবিষৎয়ে সুযোগ হলে মূল দলের কোন পদে দায়িত্ব নেয়ার ইচ্ছা রয়েছে।

error: দুঃখিত!