মুন্সিগঞ্জ, ১৪ নভেম্বর, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান বেপারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল রোববার রাত ৮টা’র দিকে মুন্সিগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গেল ২১ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় সদর থানার সাব- ইন্সপেক্টর মাইনউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতসহ ৩১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় সুলতান বেপারিকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, আটক আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।