মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে বদলি করা হয়েছে। তার বদলে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব আবুজাফর রিপন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আবুজাফর রিপন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।