মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড (মুন্সিগঞ্জ সদর) থেকে সাধারণ সদস্য পদে তালা প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন।
তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মাহমুদুল হাসান সাদি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ ভোট।
অন্যদিকে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারী হিসেবে পরিচিত আরিফুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ ভোট।
ভোটের বিশ্লেষণে দেখা গেছে, বিজয়ী প্রার্থী আক্তারুজ্জামান জীবন খুব বেশি ভোটের ব্যবধানে জিততে পারেননি। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহমুদুল হাসান সাদির থেকে খুব বেশি ব্যবধান তৈরি করতে পারেননি তিনি।
মাহমুদুল হাসান সাদি বয়সে নবীণ হলেও আরিফুর রহমান এর চেয়ে ১০ ভোট বেশি পেয়েছেন।