৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:০০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ জেলা নাগরিক কমিটির ইফতার ও দোয়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা নাগরিক কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় শহরের খালইস্ট এলাকায় ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেস রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মুন্সিগঞ্জ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

জেলা নাগরিক কমিটির সভাপতি আরিফ উল ইসলাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ আলম, দৈনিক আমার বিক্রমপুরের সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন কল্লোল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শ.ম. হাবিবুর রহমান, দৈনিক রজত রেখার সম্পাদক এডভোকেট শাহিন মো. আমানউল্লাহ, দৈনিক মুন্সিগঞ্জের খবরের সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সাইফুল সামাদ বিন শুভ্র, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট সাইফুল আলম স্বপন খোকা, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মজুর মোর্শেদ, জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠক মো. মোজাম্মেল হোসেন, নাট্যকার, নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. আরিফ মোড়ল, হিরণ কিরণ থিয়েটারের সভাপতি মো. দেলোয়ার হোসেন, চারুকলা সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সোনিয়া হাবিব লাবণী, এডভোকেট টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান সুমন, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, তাইফুর রহমান শান্ত, সারেগামা পা’র সভাপতি জহিরুল ইসলামসহ মুন্সিগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

error: দুঃখিত!