সম্মেলন ছাড়াই মুন্সিগঞ্জে ছাত্রদলের ৫ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (০৫ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান মিন্টু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।
এতে মোজাম্মেল হক মুন্না কে সভাপতি ও শহিদুল ইসলাম তুষার (মূলত শফিকুল হাসান তুষার) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার ‘অামার বিক্রমপুর’ কে বলেন, দীর্ঘ বছর পরে ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়েছে। নির্বাচনের বছরে এই নতুন কমিটি অারও উজ্জীবিত হয়ে অামাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সকল নির্দেশ বাস্তবায়নে কাজ করতে পারবে।
মোজাম্মেল হক মুন্না গজারিয়া উপজেলার বাসিন্দা ও শফিকুল হাসান তুষার মুন্সিগঞ্জ শহরের বাসিন্দা।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আছেন মামুনুর রশিদ মামুন, যুগ্ন সম্পাদক হুমায়ুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে মনোয়ার মোর্শেদ মাসুম।
এদিকে কমিটিতে পদপ্রত্যাশী অনেকের মধ্যেই দেখা গেছে হতাশা। দীর্ঘদিন সরকারবিরোধী অান্দোলনে সক্রিয় থাকলেও তাদের মূল্যায়ন করেনি কেন্দ্রীয় ছাত্রদল। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের কাছেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।