১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:৩৫
মুন্সিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে কারাগারে স্ট্রোক করার পর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই কয়েদির নাম শাহজাহান খান (৮০)। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দয়াহাটা গ্রামে।

মুন্সিগঞ্জ জেল সুপার নূরুন্নবী ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকাসক্ত হয়ে অন্যের ক্ষতি সাধন করায় তাকে ৬ মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেলের সাজা দিয়েছিল আদালত। সে চলতি বছরের ১০ জুলাই কারাগারে আসে।