১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১০:৫১
মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী এক বছর মেয়াদী (২০২৪-২০২৫) জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) সমিতি কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

আজ সোমবার দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণা করেন, জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার।

তিনি জানান, ০৯ জানুয়ারি নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনী দরখাস্ত গ্রহণ ও শুনানির মাধ্যমে নিস্পত্তি, ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ জানুয়ারি মনোনয়নপত্র সরবরাহ, ১৫ জানুয়ারি মনোনয়ন গ্রহণ, ১৬ জানুয়ারি মনোনয়ন বাছাই, ১৭ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার, ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৩০ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটের ফলাফল জানানো হবে- পরদিন ৩১ জানুয়ারি।

এবারের নির্বাচনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নামে দুইটি প্যানেল অংশগ্রহণ করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

error: দুঃখিত!