১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সিড়িতেই সন্তান প্রসব
খবরটি শেয়ার করুন:

ইয়াসির সরকার পাভেল : বেহাল খানাখন্দ রাস্তা দিয়ে জেনারেল হাসপাতাল  মুন্সিগঞ্জে আসার সময় প্রচন্ড
ঝাকুনিতে নাকাল হয়ে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌছাতে পারলেন না এক গর্ভবতি মা ৷ হাসপাতালের সিরিতেই জন্ম দিতে হলো তার দশ মাস নিজ দেহভ্যন্তরে সযত্নে আগলে রাখা শিশুটিকে৷

গত মঙ্গলবার মুন্সিগঞ্জ শহরের মোক্তারপুর এলাকার বাসিন্দা গর্ভবতী মা লিমা আক্তার প্রচন্ড প্রসব বেদনা উঠলে মোক্তারপুর থেকে দূর্গাবাড়ি হয়ে জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জে আসার পথে মাত্রারিক্ত ঝাকুনির ফলে অপারেশন থিয়েটারে নেয়ার পূর্বেই হাসপাতালের সিড়িতে বাচ্চা প্রসব করতে বাধ্য হয় ৷ পরে গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২০৬ নাম্বার বেডে ভর্তি করা হয় ৷ জরুরী চিকিৎসার পর মা এবং বাচ্চা উভয়ই সুস্থ আছেন ৷
এ ব্যাপারে লিমা আক্তারের স্বামী জুয়েল জানান, বৃষ্টির সময় প্রচন্ড ভাঙ্গা  রাস্তাদিয়ে আসার সময় কয়েক বার গাড়ি ঝাকুনি দিতে দিতে উল্টে পরার উপক্রম হয় ৷ আর রাস্তায় হাটু পানি হয়ে থাকার কারনে ভাঙা দেখে চলারও উপায় ছিলনা তখন ৷

উল্লেখ্য, মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রীজ থেকে মানিকপুর হয়ে মুন্সিগঞ্জ শহরে আসার লিংকরোডটি অনেকদিন ধরেই বেহাল দশায় পরে আছে ৷ এর কারনে এই রোডে চলাচল করা যানবাহনগুলো বার বার দূর্ঘটনার কবলে পরলেও প্রসাসনের টনক নড়েনি এখনো ৷

error: দুঃখিত!