১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ: গ্রাহককে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ভেতরে গেম খেলায় ব্যস্ত ব্যাংক কর্মকর্তা। বাইরে গ্রাহক দাঁড়িয়ে থাকলেও তাকে থোরাই কেয়ার করে মনোযোগ দিয়ে খেলছেন মোবাইলে গেম। প্রায় দেড় ঘণ্টা গ্রাহককে বাইরে অপেক্ষায় রেখে মোবাইলে গেমস খেলার অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা সোনালী ব্যাংক শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে।

ওই কর্মকর্তার নাম আসাদুজ্জামান বিদ্যুৎ। বাবু হাওলাদার নামে এক ইউপি সদস্যকে প্রায় দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ব্যাংকের ডেস্কের ভেতরে মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ছিলেন এই কর্মকর্তা।

জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও এমন অনেক অনিয়মের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকা গ্রাহক বাবু হাওলাদার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় একজন সাংবাদিক।

ভুক্তভোগী বাবু হাওলাদার জানান, ২৬ ডিসেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদের একটি প্রকল্পের বিল উত্তোলন করতে রশিদ নিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুতের কাছে জমা দেন তিনি। রশিদের বিনিময়ে তাকে টাকা না দিয়ে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন আসাদুজ্জামান।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান বিদ্যুৎ গণমাধ্যমকে জানান, তিনি দুপুরের খাবার খেতে যাওয়ায় ওই ইউপি সদস্যকে চেক দিতে দেরি হয়েছে। তিনি মোবাইলে কোনো গেম খেলেননি।

তবে অভিযোগের বিষয়টি জানতে পেরে ওই কর্মকর্তাকে সর্তক করা হয়েছে বলে জানান, সোনালী ব্যাংক টংগিবাড়ী শাখার ম্যানেজার মো. মোশাররফ হোসেন।

এর আগেও বিভিন্ন সময়ে এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। একজন উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেন না বলেও জানান তারা।

error: দুঃখিত!