মুন্সিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, শ্রীকান্ত দাস (আমার বিক্রমপুর)
প্রথমবারের মত মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির আয়োজনে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব সরস্বতী পূজা।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় পুরোহিতের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসসহ সমিতির হিন্দু আইনজীবী ও সহকারীরা অংশ নেন।
পরে বিকালে পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নানসহ অন্যান্য বিচারকগণ।