মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ৯ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৪৫ বছরের এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত সোমবার রাতে তাকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, পুর্ব বাঘড়া এলাকার শেখ লিয়াকত (৪৫) প্রায়ই কাঁমারগাও এলাকার তার এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে আসতো। লিয়াকত গত ১২ মার্চ বেড়াতে এসে পাশের বাড়ির ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটি একটি দোতলা ভবনের ছাদে একা ছিল। পরে আশপাশের লোকজনের উপস্থিতি আশঙ্কা করে লিয়াকত ওই শিশুটিকে ছেড়ে দেয়। ১৫ মার্চ ওই বখাটে পুনরায় ওই বাড়ির আশপাশে ঘুরঘুর করতে থাকলে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। এসময় স্থানীয় লোকজন লিয়াকতকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লিয়াকতকে আটক করে।
শ্রীনগর থানার এসআই আপন দাস জানান, লিয়াকতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শ্রীনগর থানার মামলা নাম্বার ১৪ (৩) ২০২১। আসামীকে মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।