৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৫৪
মুন্সিগঞ্জে ৮৩ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ১১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ৮৩ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

নৌ পুলিশ জানায়, বুধবার সকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে সদরের দূর্গাবাড়ী ও রামেরগাও এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়া অভিযানে ৪০০ বস্তা ববিন জব্দ করা হয়। এসময় জড়িত থাকায় মালিক কর্মচারী ১১ জনকে আটক করা হয়ছে।

এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।

এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মিনা মাহমুদা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) আনিসুল ইসলাম, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন খাঁন, উপ পুলিশ পরিদর্শক ইউসুফ আলী প্রমুখ।

error: দুঃখিত!