১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:১৪
মুন্সিগঞ্জে ৫ লক্ষ ১৮ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

উপকূলীয় মৎস সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল সহ অন্যান্য অবৈধ জাল নির্মূলকরন সংক্রান্ত বিশেষ কম্বিং অপারেশন এর অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় মুক্তাপুর নৌ পুলিশ ও মৎস্য অফিসের যৌথ অভিযান চালিয়ে ৩১০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল ৬১০ পিছ ববিন ৬০০ পিছ সুতার রেল।

এসব জাল, রেল ও ববিনের আনুমানিক মূল্য ৫ লক্ষ্য ১৮ হাজার টাকা।

অভিযানের সময় অংশ নেয় জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খাঁন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: টিপু সুলতান সহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।

error: দুঃখিত!