মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহরি তালতলা খালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫টি বাল্কহেড আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি বাল্কহেডের প্রত্যেকটিকে ২০ হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করেন।
তিনি জানান, ডহরি তালতলা খালে বালু পরিবহনকারি বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। নিষেধাজ্ঞা অমান্য করে বালু বহন করায় এই দন্ড দেয়া হয়।