মুন্সিগঞ্জ, ৩০ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ের উপজেলার শিমুলিয়া ৩ নং ফেরিঘাটে ৫ কোটি টাকা মুল্যের চিংড়ির রেণু জব্দ করেছে নৌ পুলিশ। পরে জব্দ করা ৫০ লক্ষ পিছ চিংড়ির রেণু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
আজ রোববার (৩০ মে) বেলা ১১ টার দিকে এ সমস্ত চিংড়ির রেণু অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সমস্ত রেণু চিংড়ির মূল্য ৫ কোটি টাকা বলে জানায় নৌ পুলিশ।
পুলিশ জানায়, ভোর রাত আড়াইটার দিকে মাওয়া নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবিরের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান হতে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করে। এ সময় অবৈধ রেণু পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।
মাওয়া নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, জব্দকৃত চিংড়ি রেণুগুলো শিমুলিয়া ৩নং ঘাটের কাছে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।