১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:৪৫
মুন্সিগঞ্জে থেমে থাকা কাভার্ডভ্যানে পাওয়া গেল ৫২ কেজি গাঁজা ও ৩ বোতল মদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার ম্যাগনাম স্টিল মিলের সামনে থেমে থাকা কাভার্ডভ্যান থেকে ৫২ কেজি গাঁজা ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে ম্যাগনাম স্টিল মিলের সামনের রাস্তায় মহাসড়কে একটি কাভার্ড ভ্যান থেমে থাকতে দেখে সন্দেহ হয় হাইওয়ে পুলিশের। পুলিশ সদস্যরা কাভার্ড ভ্যানটির কাছাকাছি গেলে চালক এবং হেলপার পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়।

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৫২ গাঁজা এবং ৩ বোতল বিদেশে মদ উদ্ধার করা হয় পুলিশ। কাভার্ড ভ্যান, জব্দকৃত গাঁজা ও মদ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!