মুন্সিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ৫০ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ২ টা ৪০ মিনিটের দিকে উপজেলার বেতকা ইউনিয়নের চর ঘরকুল এলাকার মান্নান বীর এর খান ফাইবার নামক কারেন্ট জালের কারখানার ভিতর থেকে ৫০ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, এ ঘটনায় মান্নান বীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।