মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে ৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা’র দিকে মুন্সিগঞ্জ পৌরসভার রনছ মধ্যপাড়া এলাকা থেকে ৫০০পিছ ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। সে পঞ্চসারের বিনোদনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা রয়েছে।