১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৫০০পিস ইয়াবাসহ যুবক আটক, পলাতক দুই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় হত্যা ও মাদক মামলার আরেক আসামিসহ পলাতক রয়েছেন দুইজন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টা’র দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া পুরাতন জামে মসজিদের পেছনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ পিস ইয়াবাসাহ আনিস দেওয়ানের পুত্র তারা দেওয়ানকে (২০) আটক করা হয়। এসময় তার সাথে থাকা মুক্তারপুর এলাকার জহির আহম্মেদের ছেলে মাদক কারবারি, ১৪ মামলার আসামি তানজিল আহম্মেদ শিপলু (৪০) ও সিপাহীপাড়া এলাকার মৃত আনোয়ার তালুকদারের ছেলে মিরকাদিমের আলোচিত নয়ন মিজি হত্যা ও মাদকসহ ৭ মামলার আসামি শোভন তালুকদার (২৫) পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

এ ঘটনায় উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

error: দুঃখিত!