মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে ৪০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১১।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গেল বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড হতে ৪০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ হাতে-নাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের বৌঁবাজার এলাকার চাঁন শরিফের ছেলে মো. বাবু (২৪), নারায়ণগঞ্জের সৈয়দপুরের আবুল কাশেম এর ছেলে মো. আলামিন (৩০), নারায়ণগঞ্জের রেলিবাগান এলাকার নূর মোহাম্মদ এর ছেলে মাসুদ (৩০) ও নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে আল মাসুদ বাপ্পি (৩২)।
র্যাবের দাবি, আটককৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে মুন্সিগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। কাভার্ড ভ্যান চালক, হেলপার ও পণ্য সরবরাহকারীর ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল তারা।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।