মুন্সিগঞ্জ ৩০ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা সদরের মাঠপাড়া এলাকা থেকে মঙ্গলবার (২৯অক্টোবর) বেলা ১১ টায় মাদক মামলার আসামী মনির কে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী মনির কে ঢাকা থেকে বিশেষ পুলিশ ফোর্স আটক করে।
তাকে তার নিজ বাস ভবন থেকে আটকের সময় তার কাছে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, ৪০ টি মোবাইল ফোন সহ বিপুল পরিমানে টাকা উদ্ধার করে পুলিশ।
বিশেষ সূত্রে জানা যায়, বিগত ছয় মাস পূর্বে সে মাদক মামলা থেকে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরপরই সে এসব কর্মকান্ডে জরিয়ে পড়ে।
পুলিশের ফোর্স এসে প্রথমে তার বাস ভবন ঘেরাও করে। সে তার বাড়ির পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয় কতৃক গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এছাড়া তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদ করে শহরে অবস্থিত মাদকের আখড়া গুলো ধরা হবে।
তারা জানায় অনেক দিন ধরে সে এই কাজে জড়িত। তাকে সতর্ক করার পরও সে এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আজ তার বাড়িতে পুলিশের আগমন টের পেয়ে সে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে উদ্যত হয় তখন ই তাকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার সাথে আরো অনেকে জড়িত আছে। তাদেরকে বের করা হবে বলে জানান পুলিশ অফিসার।
স্থানীয় এলাকাবাসী জানায়, মাদক সমাজের ভয়ংকর ব্যধী। আমরা চাই এর সাথে জড়িত সকলকে আটক করে আইনের আওতায় আনা হোক। তার বাড়িতে অবৈধ জিনিস পাওয়ার ব্যাপারে পুলিশ স্থানীয়দের সাক্ষী গ্রহন করে তাকে নিয়ে যায়।