মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে জয়নাল চিশতী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শ্রীনগর সদর ইউনিয়নের কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ৩ সন্তানের জনক জয়নাল চিশতী কলেজ পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর জামাতা।
ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর মা গত বুধবার সন্ধ্যায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ধামাচাপা দেয়ার লক্ষ্যে একটি মহল ওই ছাত্রীর পরিবারকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করছে।
জানা যায়, বিদ্যালয়ের টিফিনের সময় ওই ছাত্রী খাবার কিনতে জয়নালের দোকানে যায়। দোকানের ভিতরে অন্য একটি কক্ষে ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় অন্যান্য কাস্টমার দোকানে আসলে জয়নাল ছাত্রীকে ছেড়ে দেয়।
বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত খুলে বললে ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করে।
কলেজ পাড়া একটি দোকানে (চিশতী ষ্টোর) চাসহ বিভিন্ন খাবার বিক্রি করে জয়নাল। ঘটনাটি জানাজানি হলে জয়নাল আত্মগোপন করে।
স্থানীয় ইউপি সদস্য শান্তি রঞ্জন মন্ডলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি গতকাল (বুধবার) তাদের সাথে ছিলাম। এ ব্যাপারে আগামীকাল (শুক্রবার) বসবো। ছাত্রীর পরিবার যেভাবে চায় সেভাবে বিচার হবে।
এ ব্যাপারে শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।