১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৩ দিনের ব্যবধানে একই পুকুরে পাওয়া গেল আরও একটি মূর্তি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার উত্তর বেতকা গ্রামে ৬০ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারের ৩ দিনের ব্যবধানে আরও একটি মূর্তি পাওয়া গেছে।

সোমবার সকাল ১০টার দিকে ওই গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরে পাওয়া যায় মূর্তিটি। গেল শুক্রবার (১৭ মে) ওই পুকুরে আরও একটি বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছিল।

পরে বেলা ১১ টার দিকে খবর পেয়ে টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু সেটি উদ্ধার করে থানায় পাঠান।  গত ১৭ মে (শুক্রবার) ওই পুকুরে আরও একটি বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছিল।

এলাকাবাসী জানান, মূর্তিটি ৪০ থেকে ৫০ কেজি ওজন হবে। গত ৩ দিন আগে যেটি পাওয়া যায় সেটির ওজন ছিলো ৬০ কেজি।

টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু বলেন, ‘ধারণা করছি এটি একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এখনো ওজন দৈর্ঘ্য, ও প্রস্থ মাপা হয়নি। তবে অনুমান করা হচ্ছে মূর্তিটি ৪০ থেকে ৫০ কেজি ওজন হবে।’

তিনি বলেন, ‘মূর্তিটি আপাতত টংগিবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এটিকে যথাযথ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

error: দুঃখিত!