মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রমজানের আগে ‘সেমি সীডলেস’ জাতের যে লেবু মুন্সিগঞ্জের হাট-বাজারে ৫-১০ টাকা পিস বিক্রি হয়েছে সেই একই লেবু এখন বিক্রি হচ্ছে ২০ টাকা প্রতি পিস দরে। হালিতে ৮০ টাকা।
‘সেমি সীডলেস’ জাতের লেবু ছাড়াও বিনালেবু-১, চায়না ৩ সিডলেস লেবু, পাতি লেবুর দামও একই। অর্থাৎ রমজানে ইফতারে শরবত খেতে লেবুর ব্যবহার করতে ভোক্তার খরচ রমজানের আগের তুলনায় ৩ গুন বেড়েছে।
প্রথম রমজানের দিন কোথাও কোথাও এক পিস লেবু বিক্রি হয়েছে ৪০ টাকা দামে।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর, সিপাহীপাড়া, ধলাগাও বাজার, শহর বাজার, মুন্সিরহাট বাজারসহ একাধিক জায়গায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে মিলেছে এ তথ্য।
মুক্তারপুর এলাকার সবজি বিক্রেতা আব্দুল হালিম জানান, রমজান শুরু হওয়ার সাথে সাথে আড়ৎদাররা লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে, আমাদের বেশি দামে কিনে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে।
মুন্সিগঞ্জ শহরের বাসিন্দা হোসনে আরা বেগম বলছেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান আসলে দাম কমে, আর আমাদের দেশে বাড়ে। ইফতার করতে যা যা দরকার সবকিছুর দাম বাড়িয়ে দেয়া হয়েছে। রমজানের আগেও লেবু বিক্রি হয়েছে ৫-১০ টাকা পিস দরে। এখন সেই লেবু কিনছি ২০ টাকা করে। আমাদের দেশে এমনিতেই সবজি উৎপাদন ভালো। এরপরও কেনো লেবুর দাম নিয়ন্ত্রণে নেই বুঝি না।