মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাঠপট্টি এলাকা থেকে রিকাবী বাজার গোয়াল পাড়া এলাকার মৃত আয়নাল মুন্সীর ছেলে মনির ওরফে সুমন মাঝি (২৮) কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে রাত ১১ টা ৪০ মিনিটের দিকে পঞ্চসার ইউনিয়নের নকুল পালের অটো রাইস মিলের মাঠ থেকে ৩ কেজি গাঁজাসহ বিনোদপুর এলাকার আমির হোসেন দেওয়ানের ছেলে স্বপন দেওয়ান (৪২) ও রিকাবি বাজার পূর্বপাড়া এলাকার মো. মোহর চাঁদ এর ছেলে মো. প্রান্ত (২৫) কে আটক করা হয়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।