৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৩৮০ কেজি জাটকা উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া নৌ-পুলিশ ফাড়ির অভিযানে সাড়ে ৯মণ (৩৮০কেজি) জাটকা উদ্ধার করা হয়েছে। এসময় জাটকা ইলিশ ফেলে পালিয়েছে বিক্রেতারা।

পরে নৌ পুলিশ এ সমস্ত জাটকা ইলিশ জব্দ করেছে। এ সময় জাটকা বিক্রির কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।

আজ সোমবার (৮ মার্চ) ভোর ৫টার দিকে মাওয়া পুরাতন মাছবাজার এলাকা ও পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এসব জাটকার আনুমানিক মূল্য ১লাখ ১৫হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

মাওয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সিরাজুল কবির জানান, বিক্রির জন্য মাওয়া পুরাতন মাছ বাজার এলাকায় জাটকা মজুদ করা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে অভিযান চালানো হয়। বাজার এলাকা ও পাশে পদ্মা নদীতে রাখা ট্রলার থেকে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয় । এসময় জাটকা বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে। পরে মৎস্য অফিসের অনুমতিতে জাটকা মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

error: দুঃখিত!