১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ওষুধ বিক্রির আড়ালে পাচারের সময় ৩৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিনব কায়দায় ওষুধ বিক্রির আড়ালে পাচারের সময় ৩৬ কেজি গাঁজাসহ দিতি আক্তার (২৫) নামে বেদে সম্প্রদায়ের এক নারীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামের রাসেল সরকারের বাড়ীর সামনে সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক দিতি জেলার লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় বেদে পরিবারে বসবাস করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন জানান, সোমবার বেদে সম্প্রদায়ের ওই নারী বেদেদের ঐতিহ্যগত কাঁধে করে ওষুধ বিক্রির বস্তুর ভেতরে কৌশলে কম্বল দিয়ে পেচিঁয়ে ১০টি প্যাকেটে ৩৬ কেজি গাঁজা পরিবহনের চেষ্টা করছিলেন। গজারিয়া থানা পুলিশ বিষয়টি টের পেয়ে হাতেনাতে তাকে আটক করে।

ওসি জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। কাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!