মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩০০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে উপজেলার প্রধানের চর আদর্শগ্রাম এলাকার আহাম্মদ মীর এর ছেলে আমির হোসেন(৩৫) কে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় গজারিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।