মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ৩০০পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, আজ বৃহস্পতিবার বেলা ৩টা’র দিকে সদর থানার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই সিফাত টেইলার্সের বাম পাশে ব্যাপারী বাড়ীগামী রাস্তার উপর হতে ৩০০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, পঞ্চসারের মালিপাথর এলাকার রতন মিয়ার ছেলে মো. অলি (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, আটকদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রকৃয়াধীন।