২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাটি চাপা পরে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হাঁসাড়া কালিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ওই এলাকার ইতালী প্রবাসী আফজাল শেখ রাস্তা খুড়ে অবৈধ ভাবে আন্ডার পাস তৈরী করে ভবন নির্মানের জন্য শ্রমিক নিয়োগ করে। শ্রমিকরা দুপুর ২টার দিকে মাটি খুড়ে বড় গর্ত তৈরি করে ব্যাজমেন্ট তৈরী করে। এসময় নির্মাণ শ্রমিক শচীন মন্ডল (৩২), রুবেল (৩২) ও জিল্লু শেখ (৫০) বেজমেন্টের গর্তের ভিতরে মাটি চাপা পরে। শচীন মন্ডল ও রুবেল ঘটনাস্থলেই মারা যায়। জিল্লু শেখকে উদ্ধার করে ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে এবং স্থানীয়রা আফজাল শেখের বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আফজাল শেখকে তাদের হেফাজতে নেয়। 

স্থানীয়রা জানায়, গত বছরও আফজাল শেখ রাস্তা খুড়ে ঝুকিপূর্ণ ভাবে কাজ শুরু করলে তা স্থানীয়দের বাঁধার মুখে প্রতিহত হয়। নিহত শচীন মন্ডল বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দিলিপ মন্ডলের ছেলে। রুবেল মধ্য হাঁসাড়া গ্রামের রেজাউল মাঝির ছেলে। 

শ্রীনগর থানার এস আই মুজাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার ও বাড়ির মালিককে আটক করেছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

error: দুঃখিত!