মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১লক্ষ ৪৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ ছিনতাইকারী গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
গত শনিবার ৩ অক্টোবর রাত ৯ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ব্রিজের নিচে বাজার এলাকায় এসআই সেকেন্দার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রসুলপুর মধ্য পাড়া গ্রামের বোরহান উদ্দিন এর ছেলে সাহাদাৎ হোসেন সাধন (২২), অপর ছিনতাইকারী সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে কাজল (৩৭) ।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন জানান, ২ ছিনতাইকারী কে গ্রেফতার করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।