১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ১০ জনের বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ৪০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

এ বিষয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান এর নেতৃত্বে সদরের দূর্গাবাড়ী এলাকায় হাজী গোলাম কিবরিয়ার ওয়াশিং ও ইস্ত্রি কারখানায় অভিযান চালিয়ে ৪৫ বস্তা ভর্তি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য ৪০ লক্ষ মিটার।

অভিযানে কারখানার মালিক হাজী মো. গোলাম কিবরিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধনী-২০০২) সনের ৫ এর (২) (ক) আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং-৮৫।

error: দুঃখিত!