১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫৮
মুন্সিগঞ্জে ২৭ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে ৫ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এসব জালের আনুমানিক মূল্য ২৭ কোটি ৩ লক্ষ টাকা।

নৌ পুলিশ জানায়, বুধবার সকাল‌‌ ৬ টা থেকে দুপুর পর্যন্ত মুন্সিগঞ্জে সদর উপজেলার গোসাইবাগ ও দশকানি এলাকায় নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মীনা মাহমুদা এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) মোঃ আবুল কালাম আজাদ, মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁন সহ সঙ্গীয় ফোর্স।

জব্দকৃত কিছু অবৈধ কারেন্ট জাল মামলার আলামত হিসেবে রেখে বাকি জাল মিরকাদিম নৌ পুলিশ লাইন্স মাঠে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

error: দুঃখিত!