মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরে দুইটি ড্রামের ভেতর ২৭৫ বোতলে প্রায় ২৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত ৮ টা’র দিকে পৌরসভার খালইস্ট এলাকা থেকে দুইটি ড্রামে ভর্তি ২৭৫ বোতল মদসহ ঢাকার নবাবগঞ্জ হাসনাবাদের নতুন বান্দুরা এলাকার আনিসুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তিনি মুন্সিগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে চোলাই মদ তৈরি করে বিক্রি করতেন।
সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, মদসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।